ধর্ষণ মামলার আসামি আশরাফুল মোল্যা (৩৭) ওরফে সুমন আর্মি ওরফে সুমন হাসান ওরফে সুমন মোল্যা ওরফে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল সোমবার রাত আড়াইটায় যশোর শহরের শংকরপুর থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সেনাবাহিনীর চারটি ভুয়া আইডি কার্ড, তিনটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, সেনাবাহিনীর নেমপ্লেট সংযুক্ত জ্যাকেট, একটি সোয়েটার, ১৩টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। তিনি নড়াইল জেলার সদর উপজেলার বোড়ামারা গ্রামের আকবর মোল্যার ছেলে।তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ঘটনার শিকার মেয়েদের পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। যশোরের বাঘারপাড়া থানার একটি মামলায় গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পারে তার বিরুদ্ধে নড়াইল, রাজশাহী, যশোর কোতোয়ালি থানায় চারটি প্রতারণা ও ধর্ষণ মামলা রয়েছে।
এ সংক্রান্তে অদ্য ২৯/১০/১৯ খ্রিঃ তারিখ যশোর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর। উক্ত প্রেস ব্রিফিং এ জেলা পুলিশের আারও উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।