পল্লব দত্ত ওরফে শ্রাবন (১৭), পিতা-বিকাশ চন্দ্র দত্ত, সাং-সাধুহাটি উজিরপুর, থানা-সালতা, জেলা-ফরিদপুর, বর্তমানে জগন্নাথপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর নিখোঁজ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার জিডি নং-১২১২, তারিখ-২২/১০/১৯ খ্রিঃ এর তদন্তকারী অফিসার এসআই/সঞ্জিত কুমার, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প, যশোর বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ০৯/১১/১৯খ্রিঃ আসামী আলিফ আহম্মেদ ওরফে অপূর্ব (২০) কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তার স্বীকারোক্তি মতে কোতয়ালী থানাধীন জঙ্গলবাধাল গ্রামস্থ শেখ আজিজুর রহমান, পিতা-মৃত শেখ আতিকুর রহমান এর বাড়ী (আসামীর নানার বাড়ী) থেকে ০১টি ল্যাপটপ, ০১টি মোবাইল ফোন উদ্ধার করেন। আসামীকে আরও জিজ্ঞাসাবাদ করলে সে বলে আমার সাথে মারুফ ওরফে ইশান (১৯) জড়িত আছে। তখন ২নং আসামী মারুফ ওরফে ইশানকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ১নং আসামী আলিফ আহম্মেদ ওরফে অপূর্ব এর বসত ঘরের উত্তর-পশ্চিম কোনে ড্রেসিং টেবিল এর নিচ থেকে পল্লব দত্ত ওরফে শ্রাবন (১৭) এর বস্তাবন্দি পচা-গলিত অবস্থায় লাশ এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১০/১১/১৯ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পিসি রুজু করা হয়েছে।