Apps

Picture

মানব পাচারকারী গ্রেফতার।

গত ০৮ মার্চ/২০১৯ খ্রিঃ তারিখে ভিকটিম মোছাঃ মাছুরা বেগম (৪০) ও জোসৎনা (৩০) দেরকে চাকরির প্রলোভন দেখিয়ে আসামী ১। আরিফা আক্তার পপি (২৮), স্বামী-হালিম মোল্লা, সাং-শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোর এবং তার স্বামী আসামী ২। হালিম মোল্লা, পিতা-মৃত মেছের আলী, সাং-শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয় ভারতে পাচার করে দেয়। প্রায় দেড় মাস পর ভারতে অবস্থানরত জনৈক রাজু নামের এক ব্যক্তির সহায়তায় ভিকটিমদ্বয় লুকিয়ে বাংলাদেশে চলে আসে। তারপর ভিকটিমদ্বয় রাইট যশোরের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে রাইট যশোর এর পরিচালক তদন্ত করে আইনি সহায়তা পাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম এর নিকট পাঠালে “ক” সার্কেল তাৎক্ষনিক ভাবে তাদের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ও ফোর্সের সহযোগিতায় আসামী আরিফা আক্তার পপি ও তার স্বামী হালিম মোল্লাদ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৪, তারিখ-১৩/১১/২০১৯ খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/১১ রুজু করা হয়েছে।

 
Copyright © 2023 Superintendent of police, Jashore. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.
1xbetm.info betturkeygiris.org wiibet.com kralbetz.com supertotovip.com/tr/ tipobetm.com oliviawilde.org mariobet restbet bahiscom profitsbridge.com 24hrbetting.com casino-real-games.com dezperadoz.com onlinecasinontx.com slotzsiteleri.com blackjack siteleri xslot