প্রিয়াঙ্গন জুয়েলার্স চুরির ঘটনার মূল হোতাসহ ০২জন আটক, চোরাইকৃত ১০ ভরি স্বর্ণ উদ্ধার
জেলা গোয়েন্দা শাখা, যশোর এর একটি টিম গত ২১.১১.২০১৯ তারিখে অভিযানে বের হয়ে গাজীপুর, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলায় অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৫ তারিখ-২৭.০৬.২০১৯ ইং ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড, এর চুরি হওয়া ১০ ভরি স্বর্ণ এবং চোর চক্রের ০২(দুই) জন আসামীকে আটক করেন। আটককৃত আসামীরা হলো ১। মোঃ রুবেল মিয়া(২২), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-রিনা বেগম, স্থায়ী ঠিকানাঃ বুইগর বাঙ্গরা এলাকা, থানা-বাঙ্গরা, থানা-কুমিল্লা, বর্তমান ঠিকানাঃ মুসলীমের মোড় (কমলপুর পূবালী ব্যাংক সংলগ্ন) হাজী আতাউর মিয়ার ৭ম তলা বিল্ডিং বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ (ভাসমান), ২। নেপাল বিশ্বাস(২৮), পিতা-মৃত. নবদ্বীপ বিশ্বাস, মাতা-কুঞ্জবালা বিশ্বাস, স্থায়ী ঠিকানাঃ মজুবন দৌলতকান্দী রেলষ্টেশনের পাশে, পোষ্টঃ সাতমারা, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, বর্তমান ঠিকানাঃ জনৈক গরীবুল্লার বাড়ী (ছাবেরী বেকারী) হাসপাতাল রোড পৌরসভা সংলগ্ন ভৈরব বাজার, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ।এ সংক্রান্তে জনাব মোঃ সালাহ উদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), জনাব মোঃ গোলাম রাব্বানী শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল, জনাব মারুফ আহমেদ, অফিসার ইন-চার্জ , জেলা গোয়েন্দা শাখা যশোর প্রেস ব্রীফিং করেন।