বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।
অদ্য ০৪/০৮/২০২০ খ্রিঃ দুপুর ১২.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় জেলা পুলিশ যশোর ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাকালে ঈদের সময় সারা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সেই সাথে শোকের মাস আগস্ট কে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরো বেশি সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। কেউ যেন এই মাসকে কেন্দ্র করে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সে ব্যাপারে প্রতিটি ইউনিট কে আরো বেশি সতর্ক থেকে কাজ করতে নির্দেশ দেন। এছাড়া সকলের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত ভিডিও কনফারেন্স সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার সিআইডি, পিবিআই এর পুলিশ সুপার এবং জেলা পুলিশ যশোরের উদ্ধর্তন কর্মকর্তাগণ।