Apps

Picture

ভৌগলিক পরিচিতি

Picture

ভৌগলিক পরিচিতি

বৃহত্তর যশোর জেলা ৮৮°৪০' হতে ৮৯°৫০' পূর্ব দ্রাঘিমাংশ এবং ২২°৪৭' হতে ২৩°৪৭' উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। যশোর একটি মৃতপ্রায় -দ্বীপ, পদ্মা হুগলী নদীর মধ্যবর্তী সুবৃহৎ -দ্বীপটির একটি অংশ হচ্ছে যশোর। অল্পকথায় গংগা ব্রক্ষ্মপুত্রের মধ্য ভাগে -আকৃতির জায়গাকে উত্তর-দক্ষিণ বরাবর সমান তিনভাগে ভাগ করলে মধ্য ভাগের পশ্চিম-উত্তর দক্ষিণপূর্ব অংশ ছাড়া অবশিষ্ট অংশ যশোর। তৎকালে জেলার দৈর্ঘ্য ছিল ২৪৪ কিলোমিটার বা ১৪০ মাইল এবং প্রস্থ ৭৬. কিলোমিটার বা ৪৮ মাইল। সেমোতাবেক আদি যশোরের আয়তন ছিল ১৪৫৬০বর্গ কিলোমিটার বা ৫৬০০ বর্গমাইল। যার মধ্যে ৪৪৬১. বর্গ কিলোমিটার বা ১৭৬০ বর্গমাইল সুন্দরবন অংশ। কালপূর্ব থেকে প্রাক-পাকিস্তান পূর্বে যশোর জেলার আয়তন ছিল ৭৬৫০ বর্গ কিলোমিটার বা ২৫২৫ বর্গমাইল। বর্তমানে জেলায় কোন বনভূমি নেই। যশোর জেলায় অবস্থিত নদী সমূহের মধ্যে ভৈরব, চিত্রা, কপোতাক্ষ, হরিহর, দাদরা, বেত্রাবতী, কোদলা ইছামতি অন্যতম

 

যশোর সদর উপজেলার ভৌগলিক পরিচিতি:

 যশোর সদর উপজেলার পূর্বে উত্তরে যশোর জেলারবাঘারপাড়া উপজেলা, পশ্চিমে ঝিকরগাছা চৌগাছা দক্ষিনে অভয়নগর মনিরামপুরউপজেলা অবস্থিত।যশোর সদর উপজেলাটি জেলার সবচেয়ে উচু স্থানে অবস্থিত। উপজেলার সর্বত্রই সমতল ভূমি বিদ্যমান।এ উপজেলায় শীতের সময় প্রন্ড শীত এবং গরমের সময় অত্যাধিক গরম পড়ে থাকে।বর্ষাকালে মোটামুটি বৃষ্টিপাত হয়।  তবে বন্যা বা কোন প্রাকৃতিক দূর্যোগ হয় না বললেই চলে

 

১। উপজেলার আয়তনঃ ৪৩৫.৪০ বর্গকিলোমিটার

২। মোট জমির পরিমাণঃ ৪৩,৫১২ হেক্টর

৩। আবাদী জমির পরিমাণঃ ৩৩,৯৩০ হেক্টর

৪। জলাভূমির পরিমাণঃ ,৪২৫.৫০ হেক্টর

৫। বনভূমির পরিমাণঃ .২৫ হেক্টর

৬।প্রবাহিত নদীর সংখ্যাঃ টি

 

 
Copyright © 2022 Superintendent of police, Jashore. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.