পুলিশ জনগনের বন্ধু। আইন শৃঙ্খলা রক্ষা তথা জনসেবায় পুলিশকে জনগনের আরও কাছে আসাটা সময়ের দাবী। এই দাবী পূরনে যশোর জেলা পুলিশের নিজস্ব ওয়েব সাইট চালু হওয়াতে আমি আনন্দিত। এই যুগান্তকারী পদক্ষেপ যশোর জেলা পুলিশ তথা পুলিশ বাহিনীকে জনগনের সন্নিকটে পৌছে দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়তে যশোর জেলা পুলিশের এই পদক্ষেপ ক্ষুদ্র পরিসরে হলেও ভূমিকা রাখবে।
দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশ বাহিনীর মূল উদ্দেশ্য বাস্তবায়নে তড়িৎ আইনী-ব্যবস্থা গ্রহন করা । ওয়েব সাইট এর ব্যবহার করে যশোর জেলা পুলিশ স্বল্প সময়ে জনগনকে দ্রুত আইনগত সহায়তা দিবে এটা আমার বিশ্বাস।
জেলা পুলিশ যশোর এর গৃহীত প্রকল্পটির বাস্তবায়নে যাদের মেধা, শ্রম ও অধ্যাবসায় ব্যয় হয়েছে তাদের সকলকে আমি ধন্যবাদ ও আন্তরিক মোবারক বাদ জানাই।
জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম,
পুলিশ সুপার, যশোর।